• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজধানী পাল্টাচ্ছে মিশর

মাজহার খন্দকার

  ১৩ অক্টোবর ২০১৬, ১১:২৫

কায়রোর ক্রমাগত ট্রাফিক জ্যাম, বায়ু দূষণ ও বাড়িভাড়া সঙ্কটের জন্য তৈরি হচ্ছে মিশরের নতুন রাজধানী। উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এজন্য দরকার ৪৫০০ কোটি মার্কিন ডলার। এরইমধ্যে চীনের দু’টি প্রতিষ্ঠান থেকে ৩৫০০ কোটি ডলার পাবার প্রতিশ্রুতি পেয়েছে সিসি প্রশাসন।

চীনের ফরচুন ল্যান্ড ডেভলপমেন্ট কোম্পানি বা সিইএলডি’র ২ হাজার কোটি মার্কিন ডলার এবং রাষ্ট্র পরিচালিত আরেকটি কোম্পানি ১ হাজার ৫শ’ কোটি ডলার দিতে সম্মত হয়েছে।

মিশরের দৈনিক আল আহরাম জানিয়েছে, এরইমধ্যে নতুন রাজধানী নির্মাণের কাজ শুরু হয়েছে।কায়রোর পূর্ব পাশে ৭শ’ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে তা করা হচ্ছে। নতুন রাজধানীতে থাকছে পৃথিবীর সবচেয়ে আধুনিক স্থাপত্য ও সুযোগ সুবিধা। এখানে ১হাজারের বেশি মসজিদ, পরিকল্পিত গ্রাম, শিল্প এলাকা, ইসলামিক জাদুঘর এবং ৫ হাজার আসনের কনফারেন্স হল থাকছে।

৫০ লাখ মানুষের বসাবাসযোগ্য পরিকল্পিত নগরী হবে এটি। তবে নতুন রাজধানীর নাম এখনো ঠিক করেনি মিশরের সামরিক প্রশাসন।

৫০ লাখ মানুষের নতুন এ শহরের নাম এখনো ঠিক করেনি কর্তৃপক্ষ

নতুন রাজধানী তৈরি করতে সময় লাগবে ৫ বছর

নতুন শহরের প্রবেশদ্বার, যেখানে থাকবে পরিকল্পিত গ্রাম, শিল্প এলাকা

নতুন শহরের চলমান কাজ


এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh