• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আত্মঘাতী হামলায় নিহত ৮৩ শিশু!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৮

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে গত জানুয়ারি মাসের সংঘাতে নিহত হয়েছে অন্তত ৮৩ জন শিশু। সোমবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য প্রকাশ করে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। খবর আল-জাজিরা।

নিহতদের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন ও ইয়েমেনের শিশুরা রয়েছে। সংঘাতে নিহত অধিকাংশ শিশুই আত্মঘাতী বোমা হামলার শিকার হয়ে মারা গেছে। এছাড়া সশস্ত্র হামলায় ভয়ে পালাতে গিয়ে পদদলিত হয়েও অনেক শিশুর মৃত্যু হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: অ্যাসাঞ্জের গ্রেপ্তারি পরোয়ানা এখনও বৈধ
--------------------------------------------------------

মধ্যপ্রাচ্য ও পূর্ব আফ্রিকা অঞ্চলের দায়িত্বে থাকা ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জিয়ার্ট ক্যাপেলেয়ার বলেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে যুদ্ধ ও সংঘাতের কারণে শিশু মৃত্যুর ঘটনা কখনই গ্রহণযোগ্য নয়। এটা সম্পূর্ণভাবেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তিনি আরও বলেন, এ শিশুগুলোর সাথে যুদ্ধের কোনও সম্পর্ক ছিল না, কিন্তু তারা যুদ্ধ-সংঘাতের মাঝে পড়ে প্রাণ হারিয়েছে। এ শিশুগুলোর পরিবার কখনই তাদের মৃত্যুশোক ভুলতে পারবে না। আমরা সংঘবদ্ধভাবে যুদ্ধ-সংঘাত থেকে শিশুদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি।

আরও পড়ুন:

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh