• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারতের হস্তক্ষেপ চাইলো মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১০

মালদ্বীপে চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ভারতের সহায়তা চেয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। দ্বীপ রাষ্ট্রটির সর্বোচ্চ আদালতের বিচারপতিসহ অন্যান্য বন্দিদের মুক্ত করতে সেনাসমর্থিত একজন দূতকে সে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

ভারত মহাসাগরে অবস্থিত ক্ষুদ্র দেশটিতে গতকাল সোমবার থেকে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করা হয়। এরপর সেখানকার রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়।

শ্রীলঙ্কায় অবস্থানরত নাশিদ এসময় আব্দুল্লাহ ইয়ামিনের সরকারের বিরুদ্ধে পদক্ষেপের অংশ হিসেবে অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দেবার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

--------------------------------------------------------
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৪
--------------------------------------------------------

আজ মঙ্গলবার এক টুইটার বার্তায় ‘মালদ্বীপের জনগণের পক্ষে’ নাশিদ এই আহ্বান জানিয়েছেন।

ওই টুইট বার্তায় তিনি লিখেন, মালদ্বীপের জনগণের পক্ষে আমাদের আন্তরিক অনুরোধ-

১. মালদ্বীপের বিচারক ও সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমসহ রাজনৈতিক বন্দিদের মুক্ত করার জন্য ভারত তার সেনা সমর্থনপুষ্ট একজন দূতকে পাঠাক।

২. যুক্তরাষ্ট্র তার ব্যাংকগুলোর মাধ্যমে মালদ্বীপের বর্তমান শাসকগোষ্ঠীর সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ করে দিক।

এর আগে সোমবার মালদ্বীপের বিরোধী জোট বিশ্ব সম্প্রদায়কে ইয়ামিন সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানায়।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
ভারতের পররাষ্ট্র সচিব যেদিন আসতে পারেন ঢাকায়
‘ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপ না করলে হকির মৃত্যু ঘটবে’
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
X
Fresh