• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মালদ্বীপের প্রধান বিচারপতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৫৯

সুপ্রিম কোর্টের সঙ্গে বিরোধ ইস্যুতে মালদ্বীপে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেয়া হয়। জরুরি অবস্থা জারি করে সংসদ স্থগিত করে দেয়ার পরপরই গ্রেপ্তার হয়েছেন দেশটির প্রধান বিচারপতি আবদুল্লাহ সাঈদ। খবর বিবিসি।

এদিকে রাত থেকেই দেশটির সুপ্রিম কোর্ট ঘিরে রেখেছে পুলিশ। আদালতে যেসব বিচারপতিরা ছিলেন তারা সবাই সেখানে আটকা পড়েছেন।

অপরদিকে, মালদ্বীপে প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে আটক করা হয়েছে।

রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেবার জন্য সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছেন সেটিকে মানতে অস্বীকৃতি জানান বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন।

প্রেসিডেন্ট ইয়ামিনকে অভিশংসনে ও গ্রেপ্তারে সুপ্রিম কোর্টকে রুখতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া আরেক সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে চলমান আরও একটি মামলাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্ট।

এদিকে মালদ্বীপে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ।

আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক টুইট বার্তায় জানায়, মালদ্বীপে কী হচ্ছে সারা দুনিয়া সেদিকে খেয়াল রাখছে।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
X
Fresh