• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মালদ্বীপে ১৫ দিনের জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৫

মালদ্বীপে সুপ্রিম কোর্টের সঙ্গে বিরোধের জেরে ১৫ দিনের রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন। এর মাধ্যমে সন্দেহভাজনদের গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হলো নিরাপত্তা বাহিনীকে।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে এই জরুরি অবস্থা জারির ঘোষণা দেন প্রেসিডেন্টের সহযোগী আজিমা শুকুর।

এনিয়ে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এর আগে ২০১৫ সালের নভেম্বরে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ এনে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

গত বৃহস্পতিবার বন্দি সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বিরোধীদলীয় নেতাদের মুক্তির আদেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। এছাড়া বহিষ্কৃত ১২ জন আইনপ্রণেতাকে স্বপদে ফেরানোর আদেশও দেন আদালত।

তাদের ওপর থেকে বহিষ্কারাদেশ ফিরিয়ে নেয়া হলে ৮৫ সদস্যের আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত বিরোধী দল। তাই গত শনিবার আদেশটি প্রত্যাখ্যান করে পার্লামেন্ট অধিবেশন স্থগিত করে ইয়ামিন সরকার।

আদালতের ওই আদেশ অমান্য করায় প্রেসিডেন্ট ইয়ামিনকে অভিশংসন বা গ্রেপ্তারের নির্দেশ দিতে যাচ্ছেন দেশটির সুপ্রিম কোর্ট- এমন কথা প্রচার করেন দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিল। অন্যদিকে সুপ্রিম কোর্ট যদি এমন রায় দেন, তবে তা অমান্য করতে পুলিশ ও সেনাবাহিনীকে আগাম নির্দেশ দেন প্রেসিডেন্ট।

রোববার দ্বীপ দেশটির পার্লামেন্ট ঘিরে রাখে সেনাবাহিনী। এদিন সকালে পদত্যাগের ঘোষণা দেন পার্লামেন্টারি সেক্রেটারি জেনারেল আহমেদ মোহাম্মদ।

কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
কায়সার কামালকে ‘কুলাঙ্গার’ বললেন ব্যারিস্টার খোকন
মালদ্বীপে প্রেসিডেন্ট মুইজ্জুর দল পিএনসির বড় জয়
ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি
X
Fresh