• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সন্তানকে বাঁচাতে বুকের দুধ বিক্রি করলেন মা!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৪

একজন মায়ের কাছে অমূল্য সম্পদ তার নিজের সন্তান। সেই প্রিয় সন্তান যখন অসুস্থ হয়, তখন মা দিশেহারা হয়ে পড়েন। সম্প্রতি অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত নিজের বুকের দুধ বিক্রি করেছেন এক মা। বিরল এমন ঘটনা ঘটেছে চীনে। খবর বিবিসি।

রাস্তায় দাঁড়িয়ে নিজের বুকের দুধ বিক্রি করার ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ওই মায়ের দাবি, তার সন্তান গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার জন্য দরকার বিপুল পরিমাণ অর্থ। তাই উপায়ন্তর না দেখে তিনি এই পথ বেছে নিয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: আমেরিকার চেয়ে গতি বেশি ইউরোপের
--------------------------------------------------------

মিয়াওপাই ভিডিও ওয়েবসাইটে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, ওই নারী ও তার স্বামী বলেন- তাদের প্রায় এক লাখ ইউয়ান দরকার। আর এটা দরকার তাদের সন্তানের জন্য। সে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছে।

তাদের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে ২৪ লাখ বার। যাতে মন্তব্য এসেছে অন্তত ৫ হাজারটি। ভিডিওটি ধারণ করা হয়েছে শেনজেন চিলড্রেনস পার্কে।

ওই মা বলেন, তিনি তার বুকের দুধ বিক্রি করছেন দ্রুত অর্থ সংগ্রহের জন্য। কারণ তার যমজ বাচ্চার একজন হাসপাতালে।

সেনজেন অনলাইন প্রেস অফিস জানায়, তারা ওই নারীকে চিহ্নিত করেছেন এবং ঘটনাটি সত্য।

ওই নারীর স্বামী বলেন, হাসপাতালে এখনও অনেক টাকা বাকি আছে। চিকিৎসকরা তাকে জানায়, বাচ্চা সুস্থ করতে তাদের অন্তত এক লাখ ইউয়ান বিল দিতে হবে।

ভিডিওটি পোস্ট হবার পর যেসব কমেন্ট এসেছে তার বেশিরভাগই সহানুভূতিশীল। তবে অনেকে সমালোচনাও করেছেন।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরি দেবে পপুলার ফার্মা, বছরে ৩ বোনাস
যত টাকা বেতন পান আনুশকা-বিরাটের দেহরক্ষী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
X
Fresh