• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আদালতের আদেশ অমান্য মালদ্বীপ সেনাবাহিনীর, দুই এমপি আটক

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৯

মালদ্বীপে সরকার ও আদালত এখন মুখোমুখি। দেশটির বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনকে গ্রেপ্তার বা অভিশংসন করার জন্য সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছেন সরকার যেকোনো মূল্যে সেটি ঠেকানোর পদক্ষেপ নিয়েছে। খবর বিবিসির।

শুক্রবার মালদ্বীপের সর্বোচ্চ আদালত নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে বিচার অসাংবিধানিক বলে ঘোষণা দেন। একইসঙ্গে আদালত বিরোধী দলীয় নয় এমপিকে মুক্তি দিতে আদেশ দেন।

তবে ইয়ামিন সরকার আদালতের এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়ে উল্টো পার্লামেন্ট মুলতবি ঘোষণা করে।

এরপরই দ্বীপরাষ্ট্রটির অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টকে গ্রেপ্তারের পদক্ষেপ অবৈধ বলে ঘোষণা করেন।