• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আফরিনে সাত তুর্কি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৫

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল আফরিনে কুর্দিবিরোধী অভিযানে শনিবার তীব্র প্রতিরোধের মুখে পড়েছে তুরস্কের সেনাবাহিনী। কুর্দি যোদ্ধাদের হামলায় গতকাল অন্তত পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। এর আগে দুই সেনা নিহত হয়। গেলো ২০ জানুয়ারি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪ জন তুর্কি সেনা নিহতের ঘটনা ঘটলো। খবর বিবিসির।

এদিকে এই অভিযানে নয় শতাধিক কুর্দিযোদ্ধাকে হত্যার দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান।

বিবিসি এক প্রতিবেদনে জানাচ্ছে, অভিযান শুরুর পর এই প্রথম এতটা প্রতিরোধের মুখে পড়লো তুর্কি বাহিনী।

অন্যদিকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সতর্ক করে বলেছেন, এর জন্য জঙ্গিদের কড়া মূল্য দিতে হবে।

গেলো ২০ জানুয়ারি আফরিনে যুক্তরাষ্ট্র সমর্থিত ওয়াইপিজি (পিপল’স প্রটেকশন ইউনিট) বিদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন ‘অলিভ ব্রাঞ্চ’ শুরু করে তুরস্ক।

আঙ্কারা বলছে, ওয়াইপিজি একটি সন্ত্রাসী সংগঠন এবং এরা নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) একটা অংশ। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত প্রায় তিন দশক ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে কুর্দিরা।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
ইরানকে যে আহ্বান তুরস্কের
X
Fresh