• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ইতালিতে চলন্ত গাড়ি থেকে গুলি, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৪

ইতালিতে চলন্ত গাড়ি থেকে গুলি ছোঁড়ার ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন। পুলিশ জানাচ্ছে, মধ্য ইতালির একটি শহরে এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাসেরাতা শহরে ওই হামলায় আহত ব্যক্তিরা সবাই বিদেশি নাগরিক। খবর বিবিসির।

ওই হামলার পর শহরের মেয়র এক টুইট বার্তায় মানুষজনকে সতর্ক করে দিয়েছেন। এসময় তিনি সবাইকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্র নিয়ন্ত্রিত রাই টিভি জানিয়েছে, শহরের ট্রেন স্টেশনসহ বিভিন্ন অংশে এই হামলা চালানো হয়।

ওই হামলায় কতজন অংশ নিয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। তবে একটি কালো রঙের আলফা রোমিও গাড়ি ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা জানাচ্ছে, বিদেশিদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: সৌদি জোটের হামলায় ৬৮ শিশু নিহত
--------------------------------------------------------

এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই হামলায় ছয়জন আহত হয়েছেন। তারা জানাচ্ছে, হামলার শিকার ব্যক্তিরা কৃষ্ণাঙ্গ অভিবাসী।

এদিকে শহরের ভিয়া স্পালাতো ও ভিয়া দেই ভেলিনি এলাকায়ও গুলির শব্দ শোনা গেছে। ওই এলাকায় ১৮ বছর বয়সী এক তরুণীর হত্যার তদন্ত করছে পুলিশ। ওই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজন নাইজেরীয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজকের বন্দুক হামলার সঙ্গে ওই হত্যাকাণ্ডের সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
X
Fresh