• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিষেধাজ্ঞার মধ্যেও উত্তর কোরিয়ার আয় ২০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০১

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেও গত বছর প্রায় ২০ কোটি ডলার আয় করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি প্যানেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে- চীন, রাশিয়া ও মালয়েশিয়াসহ বেশ কিছু দেশ অবৈধ রপ্তানি বন্ধ করতে ব্যর্থ হয়েছে। সিরিয়া ও মিয়ানমারে সামরিক সহযোগিতার প্রমাণও পাওয়া গেছে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

--------------------------------------------------------
আরও পড়ুন: বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জাতিসংঘের টুইট
--------------------------------------------------------

পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কবলে রয়েছে উত্তর কোরিয়া। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে উপস্থাপিত এক রিপোর্টে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করেই অন্য দেশের পরিচয় ব্যবহার করে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলোর সঙ্গে ব্যবসা করেছে উত্তর কোরিয়া।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়ায় পেট্রোলিয়াম জাতীয় পদার্থ সরবরাহে বেশ কিছু বেনামী বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামে কয়লা রপ্তানি করেছে উত্তর কোরিয়া। আর এক্ষেত্রে ভুয়া কাগজপত্রে কয়লা উৎপাদনকারী দেশ হিসেবে রাশিয়া ও চীনের নাম ব্যবহার করা হয়েছে।

বারবার পরমাণু অস্ত্রের পরীক্ষার কারণে ২০১৭ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের ওপর কঠোর অবরোধ আরোপ করে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ
বাড়ল সয়াবিন তেলের দাম
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
X
Fresh