• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুলারকে সরালে সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১০

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বিরুদ্ধে ‘রাজনৈতিক পক্ষপাত’ এর অভিযোগ এনে যে গোপন নথি (মেমো) প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন তাকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে বিরোধী ডেমোক্রেট। বিতর্কিত এই নথিকে ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করে রবার্ট মুলারকে বরখাস্তের পায়তারা করা হচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন ডেমোক্রেটরা।

তারা বলছেন, এর মাধ্যমে সাংবিধানিক সঙ্কট দেখা দিতে পারে, যা হয়েছিল প্রেসিডেন্ট নিক্সনের আমলে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ওই নথিকে সমর্থন দিয়ে বলেছেন, এর মধ্য দিয়ে লজ্জাজনক একটি গল্পের প্রকাশ ঘটলো।

নথিতে অভিযোগ করা হয়েছে, এফবিআই ও জাস্টিস ডিপার্টমেন্ট অপ্রমাণিত বিষয় নিয়ে ডেমোক্রেটদের অর্থায়নে কাজ করছে, যাতে ট্রাম্পের মিত্রদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা যায়।

কিন্তু ডেমোক্রেটদের অভিযোগ, মার্কিন নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে রাশিয়ার হস্তক্ষেপের যে অভিযোগ উঠেছিল তার তদন্ত বাধাগ্রস্ত করতেই এই নথি প্রকাশ করা হয়েছে।

এফবিআই নথি প্রকাশের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছে, নথিতে মূল বিষয়ই বাদ দেয়া হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: কাশ্মীরে তুষারধসে তিন ভারতীয় সেনা নিহত
--------------------------------------------------------

এক বিবৃতিতে সিনেটের সংখ্যালঘু বিষয়ক প্রধান চাক শ্যুমার, হাউজ অব রিপ্রেজেন্টেটিভের সংখ্যালঘু বিষয়ক প্রধান ন্যান্সি পেলোসি ছাড়াও আট সিনিয়র ডেমোক্রেট নেতা সতর্ক করে বলেছেন, ট্রাম্প বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেন্সটেইনকে বরখাস্তের চেষ্টা করছেন।

এই ধরনের অনাকাঙ্ক্ষিত উদ্যোগ বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তারা বলেছেন, এ ধরনের পদক্ষেপ সাংবিধানিক সঙ্কটের সৃষ্টি করতে পারে, যা ১৯৭০ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময় হয়েছিল।

অন্যদিকে রিপাবলিকান নেতারা বলছেন, এর মাধ্যমে অসদাচরণ এবং এফবিআই ও জাস্টিস ডিপার্টমেন্টের রাজনৈতিক পক্ষপাতিত্বের বিষয়টি প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন:

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
ঋণ খেলাপি প্রার্থী শনাক্তে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
ইরান-ইসরায়েল যুদ্ধের শঙ্কা : মার্কিন বাহিনীর অবস্থান পরিবর্তন
ইসরায়েলে কর্মরত মার্কিনীদের সতর্কতা যুক্তরাষ্ট্রের
X
Fresh