• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাশ্মীরে তুষারধসে তিন ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তুষারধসে তিন সেনা নিহত ও একজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উত্তরাঞ্চলীয় কাশ্মীরের কুপওয়ারা এলাকার মাচিল সেক্টর এই হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখার কাছে একটি সেনা চৌকিতে সকাল ১১টা ২০ মিনিটে ওই তুষারধসের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হয়।

তারা জানাচ্ছে, ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করা হয়। তখন ওই চারজনকে উদ্ধার করে নিকটবর্তী আরেকটি চৌকিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনজনের মৃত্যু হয়। তারা সবাই রাজস্থানের বাসিন্দা।

একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, দুর্ভাগ্যজনক এক তুষারধসের ঘটনায় মাচিল সেক্টরে তিন সেনা নিহত হয়েছেন।

এদিকে এ ঘটনায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গভীর শোক প্রকাশ করেছেন।

দুইদিন আগেই কুপওয়ারাসহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় ২৪ ঘণ্টার তুষারধস সতর্কতা জারি করা হয়। বুধবার আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত এলাকায় ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর এই সতর্কতা জারি করা হয়েছিল।

গেলো মাসে কুপওয়ারা জেলায় তুষারধসের ঘটনায় এক বছর বয়সী এক শিশুসহ ১১ জন নিহত হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh