• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কাবুলে তাজিয়া মিছিলের প্রস্তুতিতে হামলা, নিহত ১৪

অনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর ২০১৬, ০৯:৩৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য ও শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। ১৯ নারীসহ আহত ৩৬।

মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটার দিকে আশুরার মিছিলের প্র্রস্তুতির সময় এ হামলা হয়। আল-জাজিরা ও সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা জানায়, হামলাকারী পুলিশের পোশাক পরে ঘটনাস্থলে প্রবেশ করে এবং পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী জানায়, হামলাকারী পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর পুলিশের একে-৪৭ রাইফেল নিয়ে উপস্থিত মানুষের ওপর গুলি চালায়।

ঘটনার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সে সঙ্গে শিয়া মুসলমানদের পাবলিক প্লেসে মিছিল করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ফের হামলা হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এখনো হামলার দায় স্বীকার করেনি কোন সংগঠন।

এফএস/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh