• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৬

মিয়ানমারে আটক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন দেশটির একটি আদালত। তাদের সর্ব্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড হতে পারে।

আটক দুই সাংবাদিক হলেন কো ওয়া লোন ও কিয়াও সোয়ে। ৩১ বছর বয়সী কো ওয়া লোন এবং ২৭ বছর বয়সী কিয়াও সোয়ে মিয়ানমারের নাগরিক।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের জামিন নামঞ্জুর করেছেন বিচারক ইয়ে লোইন।

তিনি আদালতে বলেন, এই দুইজনকে আইন অনুযায়ী জামিন মঞ্জুর করা যায় না। তাই তাদের জামিন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএফপি’তে প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

গত বছরের ২৫ আগস্ট রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন শুরুর পর প্রায় সাত লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে চলে আসেন। এই রোহিঙ্গা সঙ্কট নিয়ে কাজ করছিলেন ওয়া লোন ও কিয়াও সোয়ে। ১২ ডিসেম্বর তাদেরকে নৈশভোজে ডাকে পুলিশ। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২০১৬ সালে রয়টার্সে যোগ দেওয়া কো ওয়া লোন রাখাইন রাজ্যের রোহিঙ্গা শরণার্থী সংকটসহ আরও বিভিন্ন ধরনের সংবাদ প্রতিবেদন তৈরি করেছেন। অন্যদিকে, কিয়াও সোয়ে গত সেপ্টেম্বর থেকে রয়টার্সের প্রতিবেদক হিসাবে কাজ করছেন।

কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থায়ী জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক
মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
ব্যাংক-বীমা-অফিস-আদালত খুলছে আজ
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে ব্যাংক, অফিস-আদালত
X
Fresh