• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

শীতল যুদ্ধের মানসিকতা পরিহার করুন, ট্রাম্পকে চীন

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৫

যুক্তরাষ্ট্রকে সেকেলে শীতল যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে চীন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম স্টেট অব ইউনিয়ন ভাষণে চীনকে ‘প্রতিদ্বন্দ্বী’ দেশ হিসেবে ঘোষণা করার পর বেইজিং এ আহ্বান জানালো। খবর দ্য গার্ডিয়ান।

ট্রাম্প বলেন, চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো আমাদের স্বার্থ, আমাদের অর্থনীতি এবং আমাদের মূল্যবোধকে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে।

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার যৌথ স্বার্থ আমাদের মতভেদ ও মতপার্থক্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী সম্পর্ক গোটা বিশ্বেরও স্বার্থ রক্ষা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্রাম্পের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের মতপার্থক্যের চেয়ে যৌথ স্বার্থের পরিমাণ অনেক বেশি। কাজেই যৌথ স্বার্থ রক্ষার জন্যই মার্কিন প্রেসিডেন্টকে শীতল যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

চুনিং বলেন, চীনের সঙ্গে যৌথ স্বার্থ রক্ষার ক্ষেত্রগুলোতে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র মান্ধাতার আমলের শীতল যুদ্ধের মানসিকতা পরিহার করবে বলে আমরা আশা করছি।

আরও পড়ুন:

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের হামলার জবাব যেভাবে দিতে পারে ইসরায়েল!
গ্লোবাল এন্টারপ্রেনারশিপ বুটক্যাম্পে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আস্থা গ্রুপের সিইও
ইরানের ৭২ ঘণ্টার নোটিশের বিষয়টি অস্বীকার যুক্তরাষ্ট্রের
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
X
Fresh