• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় হামাসের ইসমাইল হানিয়াহ

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৬

হামাস নেতা ইসমাইল হানিয়াহকে ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এটি জানানো হয়। খবর বিবিসি, মিডল ইস্ট আইয়ের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, হামাসের সামরিক শাখার সঙ্গে হানিয়াহর গভীর সম্পর্ক রয়েছে। তিনি হামাসের সশস্ত্র সংগ্রামের প্রবক্তা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত। আর হামাসের সন্ত্রাসী হামলায় ১৭ জন মার্কিনি নিহত হয়েছে।

সন্ত্রাসী তালিকায় হানিয়াহর নাম ওঠার অর্থ হচ্ছে তার ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসঙ্গে দেশটিতে তার কোনো সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক বা কোম্পানি তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারবে না।