• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ব্যাগের মধ্যে জীবন যে নারীর!

আরটিভি অনলাইন ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৯

রূপকথার গল্পে শোনা যায়, কোনো এক দৈত্যের জীবন অন্য কোনো কিছুর মধ্যে আছে। কিন্তু বাস্তবে এমন কোনো মানুষ থাকতে পারেন যার জীবন অন্য কোনো কিছুর মধ্যে আছে? এই প্রশ্নের উত্তর হয়তো ভালো দিতে পারবেন ব্রিটেনের বাসিন্দা সেলওয়া হুসেইন। কারণ তার জীবন আটকে আছে একটি ব্যাগের মধ্যে।

আসলে ঘটনা হচ্ছে সেলওয়ার শরীরে সত্যিকারের কোনো হৃদপিণ্ড নেই। বরং সেটি সবসময় থাকে তার সঙ্গের ব্যাগে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি।

সেলওয়াই হচ্ছেন যুক্তরাজ্যের প্রথম নারী যার শরীরের বাইরে একটি কৃত্রিম হৃদপিণ্ড লাগানো হয়েছে।

হৃদপিণ্ডের সমস্যায় আক্রান্ত হওয়ার পর ব্রিটেনের চিকিৎসকরা তার শরীরে এটি লাগিয়ে দিয়েছেন।