• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ জানুয়ারি ২০১৮, ১৪:০৩

পাকিস্তানে ৬ দশমিক ১ মাত্রার একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত করেছে। দেশটির বিভিন্ন জায়গা এই কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় দুই বছরের এক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে নয়জন। খবর আরি নিউজের।

পাকিস্তানের স্থানীয় সময় বেলা ১২টা ৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানাচ্ছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ এলাকা। এর গভীরতা ছিল ১৮০ কিলোমিটার।

ওই ভূমিকম্পটি ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী হয়েছে বলে জানা গেছে।

গণমাধ্যমটি জানাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে প্রায় নয়জন আহত হয়েছেন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে তারা আরও জানাচ্ছে, ভূমিকম্পের কারণে লাসবেলায় এক শিশুর মৃত্যু হয়েছে।

এসময় লাহোর, কোয়েটা, পেশোয়ার, ফয়সালাবাদ, শিয়ালকোট, সেইখুপুরা, সারগোধা, ঝেলুম, নানকানা, মিনাওয়ালি, চিনিওট, অ্যাবোটাবাদ, মুজাফফারাবাদ, লাসবেলা, সাফদারাবাদ, শারাকপুরে শক্তিশালী কম্পন অনুভূত হয়।

এদিকে ভারত, আফগানিস্তান ও পূর্বাঞ্চলীয় উজবেকিস্তানে কম্পন অনুভূত হয়েছে।

উল্লেখ্য, এই এলাকায় ২০১৫ সালের অক্টোবরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভূমিধস ও ভবন ধসে পড়ে। এতে ৩৯০ জনের বেশি মানুষ প্রাণ হারায়।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
X
Fresh