• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যে গ্রাম শুধু নারীদের!

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ জানুয়ারি ২০১৮, ১০:০২

কোনো একদিন নিজের গ্রামে গিয়ে দেখলেন সেখানে কোনো পুরুষ নেই। হয়তো বিস্মিত হবেন। কিন্তু পৃথিবীতে এমন একটি জায়গা সত্যিই আছে যেখানে কোনো পুরুষ নেই। সেটা শুধু নারীদের জন্য।

মিশরে আল-সামাহা নামক গ্রামে কোনো পুরুষ নেই। সেখানে এখন ৩০৩ জন নারী বাস করছেন। ওই গ্রামে পুরুষ প্রবেশ নিষেধ।

কোনো নারী যদি বিয়ে করেন তাহলে তাকে গ্রাম ছাড়তে হয়। গ্রামটি দক্ষিণাঞ্চলীয় আসওয়ানে এদফু শহরে অবস্থিত।

ভাবছেন নারীরা নিজেরাই এমন একটি গ্রাম কীভাবে গড়ে তুললেন? আসলে মিশরের সরকার বিধবা ও তালাকপ্রাপ্তা নারীদের এই গ্রামটি দিয়েছে। আছে চাষাবাদের জন্য জমি। খামার ও পশুপালনের জন্য পর্যাপ্ত স্থান।