• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

অল্পের জন্য রক্ষা রুশ-মার্কিন যুদ্ধবিমান!

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ জানুয়ারি ২০১৮, ১৭:৩৪

মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা বিমানের খুব কাছ দিয়ে একটি রুশ যুদ্ধবিমান উড়ে গেছে। এসময় রুশ যুদ্ধবিমান এসইউ-২৭ ও মার্কিন ইপি-৩ গোয়েন্দা বিমানের মধ্যে মাত্র কয়েক হাত দূরত্ব ছিল বলে জানিয়েছে ওয়াশিংটন। খবর পার্সটুডের।

মার্কিন নৌবাহিনী বলেছে, রুশ যুদ্ধবিমানটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে মার্কিন গোয়েন্দা বিমানটিকে অনুসরণ করে। আন্তর্জাতিক আকাশসীমায় এ ঘটনা ঘটেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনা নিশ্চিত করে বলেছে, আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক আইন মেনে তাদের যুদ্ধবিমানটি আকাশে উড়েছে।

২০১৪ সালে ক্রাইমিয়া প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তির পর থেকেই মূলত দুই দেশ ওই অঞ্চলে একই আকাশসীমা ব্যবহার করছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ট্রাম্পের বিতর্কিত বই পড়লেন হিলারি
--------------------------------------------------------

মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, রুশ যুদ্ধবিমান সরাসরি মার্কিন গোয়েন্দা বিমানের চলার পথ অতিক্রম করেছে। রুশ সেনাবাহিনীর আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহারের অধিকার থাকলেও তাকে নিরাপত্তা রক্ষা ও দুর্ঘটনা এড়িয়ে চলার আন্তর্জাতিক মান বজায় রেখে আচরণ করতে হবে।

অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির যুদ্ধবিমানটি আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক আইন মেনেই আকাশে উড়েছিল। রুশ পাইলটরা ‘পুরোপুরি আন্তর্জাতিক মান বজায় রেখে’ ফ্লাইট পরিচালনা করেছেন। এসময় তারা মার্কিন গোয়েন্দা বিমানকে রুশ আকাশসীমায় অনুপ্রবেশে বাধা দিয়েছেন।

রাশিয়া বলেছে, মার্কিন গোয়েন্দা বিমানটি রাশিয়ার সীমান্ত থেকে চলে যাওয়ার পরই তাদের যুদ্ধবিমান নিজ ঘাঁটিতে ফিরে আসে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ চায় বেলারুশ
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহত
ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমারা ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছে : রুশ রাষ্ট্রদূত
‘কান্নার কারণেই প্রথম আমার নজরে আসে অবন্তী’
X
Fresh