• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হামলায় শিশুদের ব্যবহার করছে তালেবান!

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ জানুয়ারি ২০১৮, ১৪:৫৫

চার মাসের এক শিশুকে ব্যবহার করে তালেবান জঙ্গিদের হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা ওই শিশুর কাপড়ের মধ্যে বিস্ফোরক লুকিয়ে নিয়ে কুন্দুজে এই হামলার পরিকল্পনা করেছিল। পুলিশ জানিয়েছে, এসময় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

স্থানীয় পত্রিকা কাবুল টাইমসকে উদ্ধৃত করে ডেইলি মেইল জানিয়েছে, ‘ওই শিশুর শরীরের মধ্যে খুব যত্ন করে বিস্ফোরক লুকিয়ে’ রাখা হয়েছিল।

উত্তরাঞ্চলীয় আফগানিস্তানের কুন্দুজ শহরে ঢোকার সময় তাদের থামায় পুলিশ।

সশস্ত্র লড়াইয়ে এভাবে শিশুদের ব্যবহার খুব নৃশংস ও নির্মম। কেননা ইসলামি শরিয়াহ ও দেশের প্রচলিত আইনে এগুলো নিষিদ্ধ। বলেছেন আফগানিস্তানের ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশনের ডেপুটি প্রধান সোউইতা আবুলরাজিজাই।

শুক্রবার মধ্য আফগানিস্তানের ঘাজনি শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ছয় শিশু নিহত হওয়ার পর পুলিশ নজরদারি বৃদ্ধি করে। এরপরই ওই ব্যক্তিদের আটক করা হয়।

তবে ওই ছয় শিশু কিভাবে নিহত হয়েছে সেটি নিয়ে তালেবান ও আফগান বাহিনী ভিন্ন বক্তব্য দিয়েছে।

প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, একটি তালেবান মর্টার হামলায় ওই ছয় শিশু নিহত ও দুইজন আহত হয়েছে।

যদিও স্থানীয়রা বলছেন, আফগান নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ওই শিশুরা নিহত হয়েছেন।

আফগানিস্তানে গেলো বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সশস্ত্র সংঘর্ষে ছয়শ ৮৯ জন শিশু নিহত হয়েছে। আহত হয় আরও এক হাজার সাতশ ৯১ জন।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
গরমে শিশুর যত্নে যা করবেন
ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
X
Fresh