• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুক্তি পেলেন সৌদির শীর্ষ ধনী প্রিন্স আল ওয়ালিদ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ জানুয়ারি ২০১৮, ১১:২৪

অর্থের বিনিময়ে মুক্তি পেয়েছেন সৌদি আরবের শীর্ষ ধনী প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল। গেলো বছরের নভেম্বরে দুর্নীতিবিরোধী অভিযানে তাকে আটক করা হয়েছিল। এর প্রায় দুই মাসেরও বেশি সময় পর শনিবার তিনি মুক্তি পেলেন।

এর আগে রিয়াদের রিটজ-কার্লটন হোটেলের বন্দিদশা থেকে দেয়া এক সাক্ষাৎকারে তাকে মুক্তি দেয়া হবে বলে জানান তিনি। রয়টার্সকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ তুলে নেয়া হচ্ছে এবং তিনি কয়েক দিনের মধ্যেই ছাড়া পাবেন।

সৌদি আরবের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আর্থিক সমঝোতায় পৌঁছানোর পর প্রিন্স আল ওয়ালিদকে মুক্তি দেয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সমঝোতা হওয়ার পর বাসায় ফিরেছেন প্রিন্স আল ওয়ালিদ। তবে ঠিক কত টাকার বিনিময়ে প্রিন্স আল ওয়ালিদ ছাড়া পেয়েছেন সেটি প্রকাশ করেননি ওই কর্মকর্তা।