• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে তীর্থযাত্রীবাহী বাস নদীতে, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জানুয়ারি ২০১৮, ১২:৩৭

হিন্দু তীর্থযাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে গেলে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। ভারতের পশ্চিমাঞ্চলীয় এলাকায় ব্রিজের রেলিঙয়ে ভেঙে এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া, স্ক্রলের।

শুক্রবার রাতে মহারাষ্ট্রের কোলাহপুরে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার পুলিশ জানিয়েছে, ওই এলাকাটি মুম্বাইয়ের ৩৭৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে পঞ্চগঙ্গা নদীতে শিবাজি ব্রিজের রেলিঙ ভেঙে এই হতাহতের ঘটনা ঘটেছে।

--------------------------------------------------------
আরওপড়ুন: জয়নাবের সন্দেহভাজন হত্যাকারী রাজনীতিক নেতাদের মদদপুষ্ট
--------------------------------------------------------

কোলাহপুর পুলিশ জানিয়েছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নদীতে পড়ে যায়। তারা বলছেন, ওই বাসটি গানপাতিপুলে থেকে পুনে যাচ্ছিল।

পুলিশ বলছে, বাসটিকে নদী থেকে তোলা হয়েছে। আর সব যাত্রীকেও উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা জানাচ্ছে, আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওই ব্যক্তিরা গনেশ দেবতার মন্দির পরিদর্শন করে বাড়ি ফিরছিলেন। হাতির মাথাওয়ালা এই হিন্দু দেবতা হচ্ছেন সমৃদ্ধির দেবতা।

ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় এক লাখ ১০ হাজারের বেশি মানুষ মারা যায়। চালকের বেপরোয়া আচরণ, জরাজীর্ণ সড়ক ও মেয়াদ উত্তীর্ণ গাড়ির কারণেই দেশটিতে অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেরিতে বাসের ধাক্কায় ৪ মোটরসাইকেল নদীতে
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
গরমে শিশুর যত্নে যা করবেন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
X
Fresh