• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪১

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ জানুয়ারি ২০১৮, ০৯:৩৯

দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ছিল ৩৩ জন। ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মিরাং এলাকায় অবস্থিত ওই হাসপাতালটিতে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। খবর রয়টার্স, বিবিসি।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

সেজং নামের ওই হাসপাতালটিতে বেশির ভাগই বৃদ্ধদের সেবা দেয়া হয়। আগুন লাগার সময় হাসপাতালে ২০০ রোগী ছিলেন।