logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬

দ্বিতীয় বিতর্কেও হিলারি জয়ী

আরটিভি অনলাইন ডেস্ক
|  ১০ অক্টোবর ২০১৬, ১১:২২ | আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৬:২০
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বিতর্কেও জয়ী হলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। সিএনএন’র জরিপে বলা হয়, ৫৭ শতাংশ ভোটার হিলারিকে সমর্থন করেছেন। অপরদিকে ট্রাম্পকে সমর্থন করেছেন ৩৪ শতাংশ ভোটার।

bestelectronics
বিতর্কে জয়লাভ করলেও প্রথমবারের চেয়ে সমর্থন কমেছে হিলারির। ৬২ শতাংশ থেকে ৫৭ শতাংশে নেমে এসেছে সমর্থন।

৫৩৭ জন নিবন্ধিত ভোটারের সাক্ষাৎকারের ভিত্তিতে এ ফলাফল প্রকাশ করে সিএনএন। তবে এ জরিপে ৪ শতাংশ ভুলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিএনএন।

বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় (স্থানীয় সময় রোববার) মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিতর্কে কর প্রদান, পররাষ্ট্র, বাণিজ্যনীতি ও স্বাস্থ্যসেবাসহ বেশ ক’টি ইস্যুতে উত্তপ্ত বাক্যবিনিময় করেন দু’দলের প্রেসিডেন্ট প্রার্থী।

এফএস/এমকে

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়