• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

কাবুলে হোটেল হামলায় ১৬ বিদেশিসহ নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জানুয়ারি ২০১৮, ১০:১৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। শনিবার রাতে সেনা পোশাক পরিহিত পাঁচ বন্দুকধারীর হামলায় আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর স্ট্রেইট টাইমসের।

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওয়াহিদ মাজরোহ বলেছেন, শহরের হাসপাতালে ১৯টি মৃতদেহ আনা হয়েছে। তিনি বলেন, এদের মধ্যে ছয়জন বিদেশি বলে চিহ্নিত করা গেছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শাটডাউন নিয়ে ভোট সোমবার
--------------------------------------------------------

তবে নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে। এটি আরও বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে হোটেল স্টাফ, অতিথি ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেছেন, পাঁচ হামলাকারীকেই হত্যা করতে সমর্থ হয়েছে নিরাপত্তা বাহিনী।

এদিকে ইউক্রেন জানিয়েছে, হামলায় দেশটির ছয়জন নাগরিক নিহত হয়েছেন। রাজধানী কিয়েভে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাভলো ক্লিমকিন এক টুইট বার্তায় এটি জানিয়েছেন।

হোটেলে হামলার পর নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে দেড় শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে। অন্যদিকে হামলার পরপর স্থানীয় কামএয়ার জানিয়েছে, তাদের ৪০ জন পাইলট ও ক্রু হোটেলটিতে অবস্থান করছিলেন। তারা বলছেন, তাদের অধিকাংশই বিদেশি। এয়ারলাইনটি আরও জানাচ্ছে যে, তাদের ১০জন কর্মী ওই হামলায় নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম বলছে, নিহতদের মধ্যে ভেনেজুয়েলা ও ইউক্রেনের নাগরিক রয়েছেন।

এর আগে শহরের হোটেলগুলোতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্কতা জারি করেছিল কাবুলে মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়, শহরের হোটেলগুলোতে চরমপন্থিরা হামলা চালাতে পারে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
ইসরায়েলি হামলার সেকেন্ডের মধ্যে জবাব দিতে প্রস্তুত ইরান
সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত
ইরানের পারমাণবিক চুল্লিতে হামলা চালাতে পারে ইসরায়েল
X
Fresh