• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেদারল্যান্ডসে প্রবল ঝড়ে নিহত ৩, বাতিল ৩২০ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ জানুয়ারি ২০১৮, ১২:৪২

নেদারল্যান্ডসে প্রবল ঝড়ে নিহত হয়েছে ৩ জন। আহত হয়েছে অসংখ্য লোক। এছাড়াও বাতিল হয়েছে ৩২০টি ফ্লাইট।

বৃহস্পতিবার দেশটিতে ঘণ্টায় প্রায় ১৪০ কি.মি. গতিতে ঝড়টি আঘাত হানে। খবর সিএনএন, ফক্স নিউজ।

ঝড়ের কারণে দেশটিতে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। ঝড়টির আঘাতে দেশটির বিভিন্ন স্থানের বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে ও ঘড়-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ঝড়ের কারণে আমস্টারডাম শহরের শিপহোল বিমানবন্দরের ৩২০টি ফ্লাইটের সবকটিই বাতিল করা হয়েছে। এছাড়াও দেশজুড়ে ট্রেন, বাস, ট্রাম্প চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, নেদারল্যান্ডস ছাড়াও উত্তর ইউরোপের বিভিন্ন দেশে প্রবল ঝড়ে বৃহস্পতিবার শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বাতাসের তীব্রতার কারণে বিভিন্ন দেশে বিমান ও রেল চলাচল ব্যাহত হয়েছে৷ জার্মানিতে কয়েকটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে।

জার্মান আবহাওয়াবিদরা মানুষকে ঘরের বাইরে যেতে সতর্ক করে দিয়েছে। এ ছাড়া ঝড়ো বাতাসের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুন

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাতেই যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
টানা ৩ দিন যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি
X
Fresh