• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১৬ প্যান্ট ও ১০ জামা পরে বিমানবন্দরে যুবক

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০১৮, ২০:৩০

টাকা বাঁচানোর জন্য মানুষ কিনা করে! কিন্তু ব্রিটিশ যুবক রায়ান কার্নি উইলিয়াম যা করেছেন, তা একেবারেই বিরল। বোর্ডিং ফি বাঁচাতে এই যুবক বিমানবন্দরে ঢোকেন আট জোড়া প্যান্ট ও ১০টি জামা পরে। তাকে দেখে হতবাক বেশ হন নিরাপত্তারক্ষীরা।

রায়ানের এমন কাণ্ডে বিমানে উঠতে বাধা দেন কর্মীরা। সব বাড়তি জামা ও প্যান্ট খুলে ফেলতে অনুরোধ করা হয়। তবে বোডিং ফি দিতে পারবে না বলে জানালেও রায়ানের কথায় কান দেয়নি ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। শেষমেশ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ওই যুবক।

আইসল্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন রায়ান। সেদিন তাকে বিমানে উঠতে দেয়নি ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘটনার ভিডিও প্রকাশ করে আরো ঝামেলায় পড়েন তিনি।

ঘটনার পরের দিন ইজিজেট ফ্লাইটে রওনা দিতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছে বলে জানান রায়ান। সবশেষ নরওয়ের এক বিমানসংস্থার ফ্লাইটে বাড়ি ফেরেন তিনি।