• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কাজাখস্তানে বাসে আগুন, নিহত ৫২

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০১৮, ১৪:৫৬

কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে নিহত হয়েছে অন্তত ৫২ জন। দেশটির আকতোবির ইরগিজ জেলায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।

বাসে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন বেরিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার কর্মীরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

কাজাখস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, হঠাৎ আগুন ধরে যাওয়া বাসটির প্রায় সব আরোহী পুড়ে মারা গেলেও অন্তত ৫ জন জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে গেছেন। তাদেরকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বাসের আরোহীদের সবাই খেটে খাওয়া উজবেক শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। জীবিকার জন্য তাদের প্রধান গন্তব্য রাশিয়া।

দরিদ্র উজবেক নাগরিকরা এই ২২০০ কিলোমিটার দীর্ঘ সামারা-সিমকেন্ত সড়কপথ দিয়েই জীবিকার সন্ধানে রাশিয়ায় আসা-যাওয়া করে থাকে।

কাজাখস্তানের জরুরি সেবা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানায়, বাসটিতে ৫৫ জন আরোহী ও দু’জন চালক ছিল।

নিহত ও আহতদের উদ্বিগ্ন আত্মীয়স্বজনদের সব ধরনের খোঁজখবর ও যোগাযোগের জন্য কর্তৃপক্ষ একটি হটলাইন চালু করেছেন।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
X
Fresh