• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ১০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জানুয়ারি ২০১৮, ১৮:১৬

কলম্বিয়ার অ্যান্তিয়োকিয়া প্রদেশে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার সকালে প্রদেশটির সেগোভিয়া শহরের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটিতে আট সেনা সদস্য ও দুই বেসামরিক নাগরিক ছিলেন। খবর রয়টার্স।

--------------------------------------------------------
আরও পড়ুন: মেক্সিকোয় গণকবর থেকে ৩২ লাশ উদ্ধার
--------------------------------------------------------

হেলিকপ্টারটি ককেশিয়া শহর থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। হেলিকপ্টারটির আরোহীরা সেনাবাহিনীর জ্বালানি সংরক্ষণাগার পরিদর্শনের কাজে নিয়োজিত ছিলেন।

এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর বিমান পরিবহন বিভাগের প্রধান জেনারেল হুয়ান ভিসেন্তে ট্রুজিলো বলেছেন, ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। এর কারণ বের করতে তদন্ত করা হচ্ছে। কোনো গোষ্ঠীর হামলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হতে পারে এমন ধারণা নাকচ করেছেন তিনি। নিহতদের লাশ উদ্ধারে সেনারা ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে।

হেলিকপ্টারটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানে বিদ্রোহী গোষ্ঠী দ্য ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) উপস্থিতি আছে। সম্প্রতি সরকারের সঙ্গে অস্ত্র বিরতির মেয়াদ শেষ হওয়ার পর গোষ্ঠীটি ফের হামলা চালানো শুরু করেছে।

আরও পড়ুন

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব ক্রিকেটারকে সেনাবাহিনীর ট্রেনিংয়ে পাঠাচ্ছে পাকিস্তান
স্পেনকে হারিয়ে কলম্বিয়ার ইতিহাস
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা
বিদেশেও সুনাম অর্জন করেছে সেনাবাহিনী : সেনাপ্রধান
X
Fresh