• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অতিরিক্ত তাই হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:৪৬

সুইডেনের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি সিংহ শাবককে স্বেচ্ছামৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। তারা বলছেন, ২০১২ সাল থেকে নয়টি সিংহ শাবক হত্যা করা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, তারা সিংহ শাবকগুলো রাখতে পারছিল না তাই এটি করা হয়েছে। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের।

সুইডেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গোথেনবার্গের ২৫ মাইল দূরে বোরাস জুরপার্কে এই ঘটনা ঘটেছে।

ওই চিড়িয়াখানার প্রধান নির্বাহী বো কেজেলসন বলেছেন, সুস্বাস্থ্যের অধিকারী কিছু প্রাণিকে যখন অন্য কোথাও পুনর্বাসিত করা যায় না তখন আমরা তাদের স্বেচ্ছামৃত্যুর দিকে ঠেলে দেই।

সুইডিশ সম্প্রচার মাধ্যম এসভিটিকে কেজেলসন বলেছেন, আমার ধারণা তাদের দুই বছর পর হত্যা করা হয়েছে।

তিনি বলেন, আমরা তখন ওই শাবকগুলো বিক্রি বা অন্যত্র স্থানান্তর করার চেষ্টা করছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো চিড়িয়াখানাই তাদের গ্রহণ করছিল না। যখন প্রাণির সংখ্যা বেশি হয়ে যায় তখন আমরা কিছু প্রাণি সরিয়ে ফেলি। সেবার ওই শাবকগুলোর পালা ছিল।

কেজেলিসন আরও বলেন, এটি গোপন কোনো বিষয় নয়। আমরা এভাবেই কাজ করি। তিনি বলেন, অন্য সিংহদের কী ঘটবে সেটি নিয়ে শঙ্কিত আমি।

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
তারাকান্দায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা সংকটাপন্ন
ময়মনসিংহে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
X
Fresh