• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতে হজ ভর্তুকি তুলে নিলো সরকার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জানুয়ারি ২০১৮, ১১:৫১

চলতি বছর থেকে ভারতের মুসলিম হাজিদের জন্য আর্থিক ভর্তুকি পুরোপুরি তুলে নেয়া হচ্ছে। মঙ্গলবার দেশটির সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। খবর বিবিসির।

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ২০২২ সালের মধ্যে ধাপে ধাপে এই ভর্তুকি তুলতে হবে। তবে এর পাঁচ বছর আগেই এক ধাক্কায় সরকার তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলো।

ভারতের সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, ২০১৮ থেকেই আর কোনো হজ ভর্তুকি থাকবে না। তবে খুশির খবর হলো, স্বাধীনতার পর এবারই ভারত থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হজে যাবেন। এই সংখ্যাটা ১ লক্ষ ৭৫ হাজার।

--------------------------------------------------------
আরও পড়ুন: আল-আকসা মসজিদ সংস্কারে বাধা ইসরায়েলের
--------------------------------------------------------