• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ষাঁড় প্রতিযোগিতার জন্য বিয়ে করেননি তিনি!

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ জানুয়ারি ২০১৮, ২১:১৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর এক নারী ষাড় লড়াইয়ে অংশ নেয়ার জন্য বিয়ে করেননি। সেলভারানি কানাগারাসু নামের ওই নারীর বয়স এখন ৪৮ বছর। পেশায় দিনমজুর এই নারী কৈশোরেই সিদ্ধান্ত নেন যে তিনি বাবা ও দাদা পদচিহ্ন অনুসরণ করবেন। খবর বিবিসির।

সেই ভাবনা থেকেই নিজের যৌবনের পুরোটা সময়ই প্রতিযোগিতার জন্য ষাড় প্রস্তুত করেছেন তিনি। রাজ্যটিতে ঐতিহ্যবাহী ষাড় লড়াই জাল্লিকাট্টু নামে পরিচিত। দুই হাজার বছরের বেশি পুরনো জনপ্রিয় এই খেলাটি সাধারণত বছরের শুরুতে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। এসময়টায় সেখানে ফসল তোলার উৎসব পালিত হয়। যেটি পঙ্গাল নামে পরিচিত।

--------------------------------------------------------
আরও পড়ুন: ৩৫ বছর পর সৌদিতে সিনেমা প্রদর্শিত

--------------------------------------------------------