• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পে খুশি ১৬ শতাংশ মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ জানুয়ারি ২০১৮, ১৪:২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে সমালোচনার শীর্ষে এখনো ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে নিয়ে এ পর্যন্ত অনেক জরিপে হয়েছে। ওইসব জরিপে ট্রাম্প সম্পর্কে উঠে এসেছে নানা সমালোচিত ও মজার মজার তথ্য। সম্প্রতি সিবিএস নিউজের নতুন জরিপে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ে দেশটির ভোটারদের অনুভূতি। ওই জরিপে ৪৪ ভাগ আমেরিকান ট্রাম্পকে নিয়ে এমব্রেসড। অন্যদিকে ৩৫ ভাগ উত্তরদাতা রাগান্বিত শব্দটি ব্যবহার করেছে। বিপরীতে ১৮ ভাগ মানুষ গর্বিত শব্দটি ব্যবহার করেছে। আশাবাদী শব্দটি ব্যবহার করেছে ৩২ শতাংশ মানুষ আর খুশি শব্দটি ব্যবহার করেছেন ১৬ শতাংশ মানুষ। খবর দ্য নিউজ উইক।

--------------------------------------------------------
আরও পড়ুন: ইরাকে জোড়া বোমা হামলায় নিহত ১৬
--------------------------------------------------------

একই জরিপে উত্তর কোরিয়া ইস্যুতে ৩২ শতাংশ ভোটার বিশ্বাস করেন ট্রাম্পের ক্রিয়াকলাপ উত্তর কোরিয়ার পক্ষ থেকে আমেরিকা আক্রমণের আশঙ্কা কমাবে। অন্যদিকে ৬৮ শতাংশ ভোটার বিশ্বাস করেন ট্রাম্পের এমন ক্রিয়াকলাপের কারণে উত্তর কোরিয়ার মার্কিন আক্রমণের সম্ভাবনা আরো বাড়াবে।

জানুয়ারির ১০-১২ তারিখের মধ্যে এই জরিপ করা হয় দুই হাজার একশ চৌষট্টি জন মানুষের ওপর।

উল্লেখ্য, এর আগে এক জরিপে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৪২ ভাগ আমেরিকান। এদের মধ্যে ছিলেন দুই-তৃতীয়াংশ ডেমোক্রেট এবং ৯ ভাগ রিপাবলিকান।

এছাড়া ট্রাম্প প্রশাসন অকার্যকর বলে মনে করেন ওই জরিপে অংশগ্রহণকারীদের ৭০ ভাগ উত্তরদাতা। আর কংগ্রেসের ব্যাপারে এই মতামত ৮০ ভাগের। অন্যদিকে ৫৬ ভাগ বলছেন পুরো ব্যবস্থার ‘চেক অ্যান্ড ব্যালেন্স’অকার্যকর।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
মানুষটির ছায়াও আর মাড়াতে চাই না : পরীমণি
লাখো মানুষে মুখর জাতীয় স্মৃতিসৌধ
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
X
Fresh