• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইরাকে জোড়া বোমা হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ জানুয়ারি ২০১৮, ১২:৫১

ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী জোড়া বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৬৫ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এটি জানিয়েছেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

ওই মুখপাত্র মেজর জেনারেল সাদ মান বলেছেন, সোমবার সকালে শহরের তায়রান স্কয়ারে ব্যস্ত সময়ে ওই হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, দুই ব্যক্তি এই আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। এসময় আরো ৬৫ জন আহত হয়েছেন। শ্রমিকরা কাজের জন্য এই এলাকায় জড়ো হয় বলে সেখানে সকালবেলা ভিড় ছিল।

---------------------------------------------------
আরও পড়ুন: গাড়ি ঢুকে গেলো বাড়ির দোতলায়!
---------------------------------------------------

কোনো গ্রুপই এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে মনে করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়েছে।

কয়েক সপ্তাহ আগে ইরাকের নিরাপত্তা বাহিনী ইসলামিক স্টেটের কাছ থেকে বিভিন্ন অঞ্চল পুনরুদ্ধার করে। ফলে রাজধানী বাগদাদ ও অন্যান্য স্থানে এ ধরনের হামলার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে আসে। তবে ইরাক ও মার্কিন কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, আইএস ভবিষ্যতেও এ ধরনের আরো হামলা চালাতে পারে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
X
Fresh