• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেদারল্যান্ডসের ট্রেন এখন শতভাগ বায়ুচালিত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ জানুয়ারি ২০১৮, ১০:৫৩

নেদারল্যান্ডসের সব বৈদ্যুতিক ট্রেন এখন বায়ুশক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। এটি জানিয়েছে দেশটির জাতীয় রেলওয়ে কোম্পানি নেদারল্যান্ডিজ স্পুরউইগেন (এনএস)। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের।

এনএসের একজন মুখপাত্র টন বুন বলেছেন, ১ জানুয়ারি ২০১৭ থেকে আমাদের ট্রেনগুলো শতভাগ বায়ুশক্তি চালিত।

দুই বছর আগে এনএসের টেন্ডারের মাধ্যমে ওই কাজটি পায় নেদারল্যান্ডসের বৈদ্যুতিক কোম্পানি এনেকো। কোম্পানি দুটি ১০ বছরের জন্য চুক্তি করে। ওই চুক্তি অনুযায়ী ২০১৮ সালের জানুয়ারি থেকে এনএসের সব ট্রেন বায়ুচালিত করতে বলা হয়।

বুন আরো বলেন, আমরা আমাদের পরিকল্পনার এক বছর আগেই লক্ষ্যে পৌঁছতে পেরেছি। সারাদেশ ও উপকূলবর্তী এলাকায় উইন্ডমিল বা বায়ুচাকা থাকায় আমাদের অর্জন দ্রুততার সঙ্গে হয়েছে।