• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পেরুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জানুয়ারি ২০১৮, ১৮:২৩

দক্ষিণ আমেরিকার দেশ পেরু ও চিলির উপকূলে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩ মাত্রার। এদিকে প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

প্রাথমিক বার্তায় মার্কিন প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ঢেউয়ের উচ্চতা তিন ফুট বা এক মিটার পর্যন্ত হতে পারে।

পরে আরেক বার্তায় তারা জানায়, ‘ভূমিকম্পের কারণে আর কোনো সতর্কতা বহাল নেই’। আর কেন্দ্র থেকে সুনামির কোনো ঢেউও দেখা যায়নি।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভারত পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী
--------------------------------------------------------

এদিকে পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট বলছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। আর এর কেন্দ্রস্থল ছিল লোমাসে।

তারা জানাচ্ছে, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে রাস্তা ও ঘরবাড়ির সামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর লামোসের লোকজনদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

সাম্প্রতিক সময়গুলোতে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ভূমিকম্পের পরিমাণ বেড়ে গেছে। কয়েকদিন আগেই মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে ভূমিকম্প হয়েছিল। সেটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৬। এছাড়া ওশেনিয়া অঞ্চলের দ্বীপ দেশগুলোতে কয়েকদিন পর পর ভূমিকম্পের ঘটনা ঘটছে।

আরও পড়ুন

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউইয়র্ক
তাইওয়ানে ভূমিকম্প : ৪ জনের মরদেহ উদ্ধার 
X
Fresh