• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক্যালিফোর্নিয়ায় মাটিধসে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ জানুয়ারি ২০১৮, ১০:৩৬

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ‘কোমর-সমান’ মাটিচাপায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৬৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, বিশজন ‘ঝড়ে আহত’ হয়েছেন। আর চারজন গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসির।

ভারি বর্ষণের পর বন্যার ঘটনায় এই মাটিধসের ঘটনা ঘটেছে।

পূর্ব সান্তা বারবারার রোমেরো গিরিখাতে প্রায় তিনশ জনের একটি দল আটকা পড়েছে।

ঘটনাস্থলের বর্ণনা দিতে গিয়ে পুলিশ বলছে, ‘এটিকে প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছে’।

গেলো মাসেই এই এলাকাটি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

জরুরি কর্মকর্তারা বলছেন, এখনো অনেক লোক নিখোঁজ রয়েছেন। তাই মৃতের সংখ্যার আরো বাড়তে পারে।

কয়েকশ লোক বন্যা এড়াতে সক্ষম হয়েছে। আর ৫০ জনের বেশি লোককে উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, যেসব এলাকার মানুষজনকে সরিয়ে নেয়া সম্ভব হয়নি সেখানেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি।

মন্টেকিটোতে ভারি বর্ষণের কারণে সৃষ্ট মাটিধসে অনেক বাড়ির ভিত্তি নড়ে গেছে। বলছেন সান্তা বারবারা কাউন্টির দমকল বাহিনীর মুখপাত্র মাইক এলিয়াসন।

ছোট গাড়ি পাহাড়ি এলাকা থেকে উল্টে নিচে পড়ে যাওয়ায় রাস্তা বন্ধ হয়ে গেছে।

এদিকে কাউন্টি দমকল বাহিনীর ক্যাপ্টেন ডেভ জানিবনি বলেছেন, তারা মন্টেকিটো থেকে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। তিনি বলছেন, ওই ব্যক্তিরা ঝড়ের কারণে মারা গিয়ে থাকতে পারেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র গর্বিত : ব্লিঙ্কেন
X
Fresh