• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৪ দিনে এক নারীর আয় ২ বিলিয়ন ডলার!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ জানুয়ারি ২০১৮, ১৯:১৭

ইয়াং হুইয়ান। ৩৬ বছরের এই তরুণী চীনের কান্ট্রি গার্ডেন হোল্ডিংসের ভাইস-চেয়ারম্যান। কান্ট্রি গার্ডেন হোল্ডিংস এ শেয়ারের উত্থানের ফলে বছরের প্রথম চার বাণিজ্যিক কর্ম দিবসে তিনি আয় করে নিলেন ২.১ বিলিয়ন ডলার। এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে ফরচুন ডট কম।

ব্লুমবার্গের সূচক অনুযায়ী, ৩৬ বছরের ইয়াং হুইয়ান চীনের ধনী নারী এবং দেশটির তরুণ বিলিনিয়ারদেরে একজন। ২০০৫ সালে ইয়াং হুইয়ান বাবা কোম্পানির অংশীদারিত্ব নিয়ন্ত্রণের দায়িত্ব তার কাধে তুলে দেন। ফোবর্স, ব্লুমবার্গের জরিপে বেশ কয়েকবার শীর্ষধনী মহিলার তালিকায় ছিলেন ইয়াং হুইয়ান।

ইয়াং হুইয়ানের বাবা ইয়াং কউক কিউং ১৯৯২ কান্ট্রি গার্ডেন প্রতিষ্ঠা করেন। কান্ট্রি গার্ডেন প্রথমসারির ডেভেলপার কোম্পানিগুলোর মধ্যে অন্যতম।

এদিকে ২০১৭ সালে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে সবচেয়ে বেশি সম্পদ যোগ করেছেন চীনের এভারগ্রান্ড গ্রুপের চেয়ারম্যান হুই কা ইয়ান। সাতদিনে অর্জিত ৯০০ কোটি ডলার প্রপার্টি টাইকুন হুইকে এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনীতে পরিণত করেছে।

২০১৭ সালে হুইয়ের সম্পদের পরিমাণ ৩৬০ দশমিক ৬ শতাংশ বেড়ে তার মোট সম্পদে আরো যোগ করেছে ২ হাজার ৬৭০ কোটি ডলার। যার সুবাদে ভারতের মুকেশ আম্বানিকে হটিয়ে এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী এখন হুই। ৫৯ বছর বয়সী হুইয়ের মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ৪১০ কোটি ডলার। সম্পত্তি বিক্রির ঊর্ধ্বগতি ও কোম্পানির নিম্ন ঋণ কৌশল অবলম্বনের সুবাদে এভারগ্রান্ডের শেয়ারে উল্লম্ফন দেখা গেছে।

চীনের শক্তিশালী রিয়েল এস্টেট খাত এ বছর দেশটির প্রপার্টি টাইকুনদের খাতায় ৪ হাজার ৩৮০ কোটি ডলার যুক্ত করেছে। বছর শুরুর পর থেকে কান্ট্রি গার্ডেন হোল্ডিংস কোম্পানির ভাইস চেয়ারম্যান ও প্রধান অংশীদার ইয়াং হুইয়ান অর্জন করেছেন ৮২০ কোটি ডলার। অন্যদিকে সুনাক চায়না হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সান হংবিনের অর্জনের পরিমাণ ৪২০ কোটি ডলার।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh