• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিদেশি বিনিয়োগকারীদের শতভাগ মালিকানা দিল কাতার

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জানুয়ারি ২০১৮, ২২:৩৩

বিদেশি বিনিয়োগকারীদের শতভাগ মালিকানা দিল কাতার সরকার। দেশটির অধিকাংশ অর্থনৈতিক খাতে মালিকানা প্রদান সংক্রান্ত একটি আইন অনুমোদন করেছে দেশটি।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে শনিবার মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাংকিং ও ইনস্যুরেন্স খাতে বিনিয়োগ করতে হলে কাতার সরকারের বিশেষ অনুমতি নিতে হবে বিনিয়োগকারীদের। তবে কেউ দেশটিতে কোনো রিয়েল স্টেট এবং জমি কিনতে পারবে না।

দেশটির অর্থ ও বাণিজ্যমন্ত্রী শেখ আহমেদ বিন জসিম বলেছেন, যেসব দেশে বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসা করার বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে, সেসব দেশের মধ্যে উল্লেখযোগ্য অবস্থান থাকবে কাতারের। অর্থনৈতিক উন্নয়নের চক্রটি এই আইনের ফলে আরো বিস্তৃত হবে।

এর আগে দেশটিতে ৪৯ শতাংশ মালিকানা নিয়ে ব্যবসা করতে পারত বিদেশি বিনিয়োগকারীরা। নতুন এই আইনে দেশটিতে বিনিয়োগ করতে আরো বেশি আকৃষ্ট হবে তারা।

কাতার সরকার চেষ্টা করছে কীভাবে নতুন নতুন রাজস্ব খাত তৈরি করা যায়, যা দেশটির অর্থনীতিকে আরো শক্তিশালী করবে।

গত বছরের জুলাইতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর দেশটির ওপর অবরোধ আরোপ করার পর থেকে দেশটি ৮০টি দেশের নাগরিকদের অবাধে ভিসা ছাড়াই কাতারে যাতায়াতের সুযোগ করে দেয়।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চেয়েছেন রাষ্ট্রপতি
কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই 
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির
X
Fresh