• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানে সেনাঘাঁটি করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ জানুয়ারি ২০১৮, ১৫:৫৭

দিন যত গড়াচ্ছে পাকিস্তান-চীন সম্পর্কে নতুন মাত্রা পাচ্ছে। আর এরই প্রকাশ হচ্ছে পাকিস্তানে বেইজিংয়ের নতুন সেনাঘাঁটি স্থাপনের ঘোষণা। যেটি ইরানে ভারতের চাবাহার বন্দরের খুব কাছাকাছি অবস্থিত। খবর গ্লোবাল টাইমসের।

এ নিয়ে ইতোমধ্যেই পাকিস্তানের সঙ্গে আলোচনাও শুরু করেছে বেইজিং।

এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে আর এক পয়সাও দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বছরের প্রথম দিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওই হুমকির পরই আরো গভীর হয়েছে চীন ও পাকিস্তানের সম্পর্ক।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খোয়াজ আসিফও সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকাকে ছাড়া যে টিকে থাকা যায় সেটা দেখিয়ে দেবে পাকিস্তান। এবার কাজেও এর প্রতিফলন ঘটলো।

গ্লোবাল টাইমস জানিয়েছে, এখন থেকে চীনা মুদ্রাতেই চীন-পাক দ্বিপাক্ষিক বাণিজ্য ও লেনদেন চলবে। পাশাপাশি পাকিস্তানে পরিকাঠামো গড়ে তুলতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগও করবে চীন।

এদিকে দক্ষিণ এশিয়া বিষয়ক একজন বিশেষজ্ঞ জানাচ্ছেন, বেইজিং-ইসলামাবাদ উভয়েরই যৌথভাবে পাকিস্তানের মাটিতে নৌ এবং বিমান ঘাঁটি তৈরির সক্ষমতা রয়েছে। কিন্তু এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপের প্রয়োজন নেই।

উল্লেখ্য, দেশের বাইরে এর আগে আফ্রিকার জিবুতিতে নৌসেনাঘাঁটি বানিয়েছে চীন।

এ/এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বললেন আব্দুল মোমেন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
X
Fresh