• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬:২১
ফাইল ছবি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ তে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

মমতা বলেন, বাংলাদেশ ইস্যু আন্তর্জাতিক ও জাতীয় ইস্যু। কেবল ভারত সরকার তাতে সিদ্ধান্ত নিতে পারে। আমি শুধু বলতে চাই প্লিজ আমাদের লোকদের রক্ষা করুন।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে, তাই বাংলাদেশে কিছু ঘটলে তার আঁচ এসে পড়ে পশ্চিমবঙ্গেও।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের আঁচে যদি এখানে আগুন লাগে তাহলে কিন্তু আগুনটা বিহার অবধি বাদ যাবে না। এর কারণটা হচ্ছে যেহেতু আমরা পরস্পরের সঙ্গে জড়িত এবং আমাদের বর্ডার সবারই এক। আমি চাই না এটা হোক।

সম্প্রতি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলেছিলেন মমতা। বিষয়টি নিয়ে তিনি বলেন, সব দেশেই পরিস্থিতি শান্ত করার জন্য বাহিনী আছে জাতিসংঘের কাছে। শ্রীলঙ্কাতেও রাজীব গান্ধীর আমলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাহিনী পাঠানো হয়েছিল।

আরটিভি/এসএপি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ
বিদেশি মিশনে কর্মরত বাংলাদেশিদের জন্য সুখবর