• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

নতুন মুদ্রায় ট্রাম্পের নারাজি, ব্রিকসকে ১০০ শতাংশ শুল্কের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ১৭:১১
নতুন মুদ্রায় ট্রাম্পের নারাজি, ব্রিকসকে ১০০ শতাংশ শুল্কের হুমকি
ফাইল ছবি

বৈশ্বিক বাণিজ্য নিয়ন্ত্রণে ব্রিকসের নতুন মুদ্রা চালুর তৎপরতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডলারের আধিপত্য টিকিয়ে রাখার স্বার্থে হোয়াইট হাউসে প্রবেশের আগেই ব্রিকসের সদস্যরাষ্ট্রগুলোকে নতুন কোনো মুদ্রা চালুর ব্যাপারে নিষেধ করেছেন তিনি। সঙ্গে দিয়ে রেখেছেন হুমকিও। খবর রয়টার্সের।

বিশ্ববাণিজ্যে মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করতে পারে এমন কোনো মুদ্রাকে সমর্থন দিতে নিষেধ করে ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এসব দেশের কাছ থেকে আমরা একটি প্রতিশ্রুতি চাই যে তারা ব্রিকস মুদ্রা তৈরি করবে না বা তারা এমন আর কোনো মুদ্রাকে সমর্থন দেবে না, যা শক্তিমান মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করবে। এই প্রতিশ্রুতি তারা না দিলে তাদের ১০০ শতাংশ শুল্কের মোকাবিলা করতে হবে।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, ব্রিকস দেশগুলো কথা না মানলে চমৎকার অর্থনীতির যুক্তরাষ্ট্রে তাদের পণ্য বিক্রিকে বিদায় বলার জন্য প্রস্তুত থাকতে হবে। শুষে নেওয়ার জন্য তারা আরেকটি দেশকে খুঁজে দেখতে পারে।

ব্রিকস জোটের অন্যতম এক সদস্য চীন। তারা ছাড়াও এই জোটের মূল সদস্য রাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। ২০২৩ সালে ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও ইথিওপিয়া নতুন সদস্য হিসেবে যোগ দেয় জোটটিতে।

এদের মধ্যে বেশ কয়েকটি রাষ্ট্র বিশ্ববাণিজ্যে ডলারের আধিপত্য খর্ব করার চেষ্টা করছে। বিশেষ করে চীন তার মুদ্রা ইউয়ানকে আন্তর্জাতিক বাণিজ্যে অন্যতম প্রধান মুদ্রা হিসেবে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার রুবলের মতো এ দেশটিও আন্তর্জাতিক বাণিজ্যে আগের চেয়ে বেশি ইউয়ান ব্যবহার করছে। ভারতও চায় তার মুদ্রা রুপি আরও বেশি করে বিশ্ববাণিজ্যে ব্যবহার করা হোক।

ডলারের আধিপত্য কমাতে ব্রিকসের সদস্যদের মধ্যে নতুন একটি মুদ্রা তৈরিরও কথাবার্তা হয়েছে। যদিও সেই আলোচনা খুব বেশি এগোয়নি। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি এল। আগামী ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।

ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আন্তর্জাতিক বাণিজ্যে ব্রিকস মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করবে—এমন কোনো সুযোগই নেই। কোনো দেশ যদি এমনটা করার চেষ্টা করে, তাহলে তাদের যুক্তরাষ্ট্রকে বিদায় বলতে হবে।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পকে প্রধান উপদেষ্টার শুভকামনা
প্রীতম-এলিটাকে নিয়ে জয়ার নতুন মিশন
শপথের আগের রাতে মঞ্চে ভিন্ন এক ট্রাম্প, নেচে-গেয়ে মাতালেন ভক্তদের
বছরের শুরুতেই আরজুর নতুন মিশন