• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাকিস্তানে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩২

ডয়েচে ভেলে

  ২৪ নভেম্বর ২০২৪, ২০:৩০
নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷

শনিবার (২৩ নভেম্বর) রাতে উত্তর-পশ্চিম পাকিস্তানের কুররাম জেলায় এ ঘটনা ঘটে। পাকিস্তানে শিয়া সংখ্যালঘু ও সুন্নি সংখ্যাগরিষ্ঠদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনার ইতিহাস রয়েছে৷

আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত কুররামে প্রায়ই শিয়া-সুন্নি সহিংসতা ঘটে৷ জমি নিয়ে বিরোধে জুলাই মাসের পর থেকে একাধিক সংঘর্ষে অনেক প্রাণহানি হয়েছে৷

শুক্রবার একদল সশস্ত্র ব্যক্তি বাগান এবং বাচা কোট শহরে দোকান, বাড়ি এবং সরকারি প্রতিষ্ঠানে আগুন দেয়ার পর নতুন করে সহিংসতা শুরু হয়৷

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, আলিজাই ও বাগান গোত্র কুররাম এলাকায় গোলাগুলি করছিল৷ তিনি বলেন, উত্তেজনা ছড়িয়ে পড়ায় কুররামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুই পক্ষই ভারী ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালাচ্ছে।

কয়েকদিন আগেই খাইবার পাখতুনখোয়ার একটি মহাসড়কে শিয়া মুসলিমদের বহনকারী যানবাহন লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায়। এই হামলায় অন্তত ৪২ জন নিহত হন। বাসে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১১