• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ ডিসেম্বর ২০১৭, ০৯:২০

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে দরুদ এলাকায় কমপক্ষে দুই জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই দুই ব্যক্তি নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। ইন্টারনেটে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। এসময় বিক্ষোভকারীরা সরকারি ভবনেও হামলা চালায়।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধেও স্লোগান দেয় তারা।

মাসহাদ শহরে এই বিক্ষোভের সূত্রপাত হয়। সেখানকার বাসিন্দারা জীবনমান ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে আসে। পরে শুক্র ও শনিবার দেশটির অন্যান্য শহরেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

তবে ইরান সরকার এই বিক্ষোভের পেছনে বিপ্লব বিরোধী ও বিদেশি শক্তির সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছে।

এদিকে ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে একটি টুইট করেন। ওই টুইটে তিনি লিখেন, নিপীড়ক শাসকগোষ্ঠীকে আজীবন সহ্য করা হবে না। একদিন আসবে যখন ইরানের মানুষ তাদের সিদ্ধান্ত নেবে। বিশ্ব আপনাদের দেখছে!

পরে তেহরান এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই মন্তব্যকে ‘সুবিধাবাদী ও প্রতারণাপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছে।

উল্লেখ্য, ২০০৯ সালে বিতর্কিত নির্বাচনের পর দেশটিতে সর্বশেষ বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
X
Fresh