• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইউএনআরডাব্লিউএ’র সঙ্গে সম্পর্ক ছিন্ন, জাতিসংঘকে ইসরায়েল

ডয়েচে ভেলে

  ০৪ নভেম্বর ২০২৪, ২২:৪১
ইউএনআরডাব্লিউএ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা করা জাতিসংঘের সংস্থা ইউনাইটেড ন্যাশনস এজেন্সি রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি (ইউএনআরডাব্লিউএ) এর সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে জানিয়েছে।

সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে৷

১৯৬৭ সালে সংস্থাটির সঙ্গে যুক্ত হয়েছিল ইসরায়েল। ইসরায়েলে ইউএনআরডাব্লিউএ-র কার্যক্রম নিষিদ্ধ এবং এই সংগঠনকে সহায়তা করতে ইসরায়েলি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে গতমাসে ইসরায়েলের সংসদে একটি বিল পাস হয়েছিল।

ইসরায়েল রাষ্ট্রের জন্মের সময় ১৯৪৮ সালে যুদ্ধ শুরু হলে তার প্রেক্ষিতে ইউএনআরডাব্লিউএ গঠিত হয়েছিল। সংগঠনটি ইসরায়েল-বিরোধী বলে অনেকদিন ধরে এর সমালোচনা করে আসছিল ইসরায়েল। গতবছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যে সন্ত্রাসী হামলা চালিয়েছিল তার সঙ্গে ইউএনআরডাব্লিউএর কিছু সদস্য জড়িত ছিল বলেও ইসরায়েল অভিযোগ করেছিল।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন এক বিবৃতিতে বলেন, হামাস কীভাবে ইউএনআরডাব্লিউএতে প্রবেশ করেছে সে বিষয়ে জাতিসংঘকে যথেষ্ট প্রমাণ দেওয়ার পরও সংস্থাটি কোনো ব্যবস্থা নেয়নি।

পশ্চিম তীর ও গাজা ইসরায়েলের দখলে থাকলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলো ইসরায়েলের বাইরে অবস্থিত। তাই ইসরায়েলের সিদ্ধান্ত সত্ত্বেও ঐ দুই এলাকায় ইউএনআরডাব্লিউএর কার্যক্রম চালানো অবৈধ হবে না। তবে এই সিদ্ধান্তের কারণে ঐ দুই এলাকায় কাজ করা কঠিন হতে পারে।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোবিপ্রবি উপাচার্যের সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অনলাইন মিটিং অনুষ্ঠিত 
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৬ ফিলিস্তিনি, আহত ৯৬
স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে নির্বাচন কমিশন: জাতিসংঘ
সিইসির সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ