• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

নির্বাচনী প্রচারণা ফেলে হঠাৎ নিউইয়র্কে কমলা, নেপথ্যে যে কারণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ১০:৫২
সংগৃহীত ছবি

‘সাটারডে নাইট লাইভ’ টেলিভিশন অনুষ্ঠানে যোগ দিতে নির্বাচনী প্রচারণা ফেলে নিউইয়র্কে ফিরেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে অংশ নেওয়া ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।

শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন থেকে জানা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের ‘সাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে অংশ নেওয়া একটি আশ্চর্যজনক ঘটনা। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় টেলিভিশন চ্যানেল এনবিসির সদরদপ্তরে জনপ্রিয় কমেডি শোটি অনুষ্ঠানটি প্রচারিত হবে। তবে এ নিয়ে মন্তব্য করেনি কমলার প্রচারণা শিবির।

এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ট্রাম্প এ ধরনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

ট্রাম্প ও কমলা হারিস নর্থ ক্যারোলিনায় শনিবার সকাল থেকেই টানা চতুর্থদিন প্রচারণা করছেন। এই রাজ্যসহ সাত রাজ্যে ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে জরিপ বলছে, আইওয়াতে গত দুইবার ট্রাম্প অনায়াসে জয় পেলেও এখানে এবার শক্ত অবস্থান ধরে রেখেছে কমলা হ্যারিস।

আরিটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা ক্ষীণ
শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’ খোঁজ মিলেছে
ইসির সিনিয়র সচিব হিসেবে আখতারকে নিয়োগ
নির্বাচনের রোডম্যাপ দিলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না: বিএনপি