• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তুরস্কে বিদ্রোহী সেনাদের একাংশের আত্মসমর্পন

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ জুলাই ২০১৬, ১১:৫৬

তুরস্কের বিদ্রোহী সেনাদের একটি অংশ আত্মসমর্পন করেছে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিদ্রোহী সেনাদের মধ্যে ৫০ জনের মতো আঙ্কারার বসফরাস সেতুতে আত্মসমপর্ণ করেছেন।

সিএনএন তুর্ক টিভিতে সরাসরি সম্প্ররচাকৃত ফুটেজে দেখা গেছে, আত্মসমর্পণকারী সেনারা তাদের ট্যাঙ্ক পরিত্যাগ করে আকাশের দিকে হাত তুলে আছে।

ইস্তাম্বুলের কেন্দ্রীয় তাকসিম স্কয়ারে আরো কয়েকজন বিদ্রোহী সেনা তাদের বন্দুক ফিরিয়ে দিয়ে আত্মসমর্পণ করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এ পর্যন্ত ৭৫৪ জনকে আটক করা হয়েছে যাদের বেশির ভাগই সেনাসদস্য।

এদিকে দেশটির সেনাপ্রধান হুলুসি আকার কোথায় আছেন, কী অবস্থায় আছেন, এর খোঁজ না পেয়ে জেনারেল উমিত দুনদারকে ভারপ্রাপ্ত সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে অভ্যুত্থানচেষ্টার পর সকালে তুরস্কের ইস্তাম্বুল ও আংকারায় সরকার সমর্থকদের রাস্তায় নামার খবর পাওয়া গেছে।

তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুলে গেল শুক্রবার রাতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সেনাবাহিনীর একাংশ ট্যাংক ও যুদ্ধবিমান নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালায়। অভ্যুত্থানচেষ্টার সময় রাজধানী আঙ্কারায় গুলিতে ৬০ জন নিহত হয়েছেন।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh