• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাবুলে বার্তা সংস্থার দপ্তরে হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ ডিসেম্বর ২০১৭, ১৪:০৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে বার্তা সংস্থা আফগান ভয়েসের দফতর এবং সাংস্কৃতিক কেন্দ্র তেবিয়ান সেন্টারের কাছে বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন অন্তত ৩০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর-বিবিসির।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটে। কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই এলাকায় দুটি বিস্ফোরণের পর এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।

এদিকে হামলার ঘটনায় দেশটিতে সক্রিয় বিভিন্ন চরমপন্থী সংগঠনকে সন্দেহ করা হচ্ছে। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে তালিবান এ হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।

হামলার ঘটনায় আফগান সাংবাদিকদের নিরাপত্তা কমিটি (এজেএসসি) এক টুইটবার্তায় নিন্দা জানিয়েছে।

সাংবাদিক সংগঠনটির দাবি, গত বছরের তুলনায় এবার আফগানিস্তানে হামলার ঘটনা বেড়েছে।

গত মাসে কাবুলে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে হামলা হয়েছিল। এর পর আবারও আরেকটি গণমাধ্যমের ওপর হামলা চালানো হলো।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের মিডিয়া গোষ্ঠীগুলোর ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে।

পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh