• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তুরস্কে ভারপ্রাপ্ত সেনাপ্রধান নিয়োগ

অনলাইন ডেস্ক
  ১৬ জুলাই ২০১৬, ১১:৪৬

তুরস্কে ক্ষমতাসীন সরকারকে হঠাতে সামরিক অভ্যুত্থানের চেষ্টার পর ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে স্থলবাহিনীর একটি অংশ ফার্স্ট আর্মির প্রধান উমিত দুন্দারকে। বর্তমান সেনাপ্রধান কোথায় আছেন সে বিষয়ে খোঁজ পাওয়া যাচ্ছে না।

দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন।

সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানচেষ্টার একদিন পার না হতেই ভারপ্রাপ্ত সেনাপ্রধান নিয়োগ দেয়া হল।

তবে স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, সেনাপ্রধানকে জিম্মি করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ সরকার উৎখাতের চেষ্টা করে। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এ পর্যন্ত ৭৫৪ জনকে আটক করা হয়েছে, যাদের বেশির ভাগই সেনাসদস্য।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh